Song Name: Amar Porano jaha chay, Rabindra Sangeet, Arijit Singh
Sung By: Arijit Singh
Music arrangements: Rana Majumdar
Guitars: Shomu Seal
Cinematography- Koyel Singh
Original Song Owner & Singer : Indrani Sen and THE ASSOCIATED MUSIC PUBLISHER COMPANY
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও।
তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও।
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চায় গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি, দীর্ঘ বরস-মাস
যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
ConversionConversion EmoticonEmoticon